ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৯ মে) দিনগত রাতে রায়েরবাগের পুনম সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে মো. রাকিব নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়ার উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) এসএম জাহাঙ্গীর আলম সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, খালি ট্রাকের (ঢাকা-ট-১৮-৬৩৬৫) মধ্যে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকানো ছিল।
আটক রাকিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।