গাজীপুর: বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার মহানগরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।
বুধবার(২৭ মে) সকাল ১১টায় মহানগরের জেলা প্রশাসকের কার্যালয় ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা
হয়। এসময় সচেতনতা সৃষ্টির জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
র্যালী পূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক মো: নুরুল ইসলাম, জেলা রোভার স্কাউটসের কমিশনার অধ্যক্ষ এম এ বারী, সাধারন সম্পাদক অধ্যাপক নুরুল আমিন,আব্দুস সালাম। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুর জেলার বিভিন্ন কলেজ ও মুক্ত রোভার গ্রুপের শতাধিক রোভার স্কাউট ও কর্মকর্তা অংশগ্রহন করেন।