টস করতে নামলে জয় হয় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি এবং ইংল্যান্ডকে পাঠালেন বোলিং-ফিল্ডিং করার জন্য।
ম্যাচটা শ্রীলঙ্কার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ নয়। শুধুই রুটিনখেলা কিন্তু তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডের জন্য মহাগুরুত্বপূর্ণ। মরন-বাঁচন লড়াই। এই লড়াইয়ে হেরে গেলে শ্রীলঙ্কার সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে তাদেরকেও।
এরই মধ্যে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে গেছে। আগের আফগানিস্তানকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়নি। আজ শ্রীলঙ্কা জিতলে অস্ট্রেলিয়ার লাভ, হারলে ইংল্যান্ডের লাভ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কাই যেন আজ অস্ট্রেলিয়া। স্বাগতিক সমর্থকরা কায়মনোবাক্যে চাচ্ছে, আজ শ্রীলঙ্কা জিতুক। তাদের শতভাগ সমর্থনও লঙ্কানদের প্রতি।