নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

Slider জাতীয়


নারায়ণগঞ্জে পাটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো নির্বাপনের (ডাম্পিং) কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

বৃহস্পতিবার (২৭ অক্টৈাবর) দিবাগত রাত সোয়া ২টায় নগরীর কদমতলীর শীতলক্ষ্যা এলাকার মেসার্স শারমিন জুট বেলার্স নামে একটি পাটের গুদামে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মধ্যরাতে পাটের গুদামে আগুন লাগলে স্থানীয়দের চিৎকারে আগুন নেভাতে ছুটে আসেন ওই এলাকার লোকজন। গুদামটিতে প্রচুর পরিমাণ পাট মজুত ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়দের চেষ্টা কাজে আসেনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় রাত আড়াইটা থেকে শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম।

এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে সকালে। তবে এখনো নির্বাপনের কাজ চলছে। পাট সহজে ধাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। এখন আর আগুনের কোনো সম্ভাবনা নেই। কোথাও কোথাও এখনো ধোঁয়া বের হতে দেখছি, তাই নির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছি।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে আছে। পাটের আগুন হওয়ার নেভাতে একটু সময় লেগেছে। আগুন আর বাড়বে না, আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এখনও কাজ চলছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, রাত ২টা ১৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কীভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *