সাতক্ষীরা: যেকোনো মূল্যে খুলনায় বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে সাতক্ষীরার নেতাকর্মীরা। একইসঙ্গে বাস মালিক ও শ্রমিকরা আগামী শুক্র এবং শনিবার গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তারা।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম সাবু জানান, তারা সমিতির পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রাখার কোনো কর্মসূচি নেননি। তবে বাস মালিক ও শ্রমিকরা আগামী শুক্র ও শনিবার খুলনার উদ্দেশ্যে গাড়ি চালাতে রাজি নয়। তাদের আশঙ্কা বিএনপির সমাবেশকে ঘিরে খুলনায় বাস ভাঙচুরের মত অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘সরকারের চাপে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিকরা। কিন্তু আমাদের ডাক পড়েছে। আমরা পায়ে হেঁটে, সাঁতরে খুলনায় পৌঁছাবো। কোনো বাধা আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না। এই সরকারের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা বিএনপির ৬ হাজার নেতাকর্মী যে কোনো মূল্যে মহাসমাবেশে যোগ দেবে।’
তবে তার বক্তব্য ও অভিযোগের বিষয়ে একমত নন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। তিনি বলেন, ‘বিএনপি সমাবেশে যাওয়ার লোক পাবে বলে আমাদের মনে হয় না। আমাদের দলের পক্ষ থেকে কোনো বাধা দেওয়ার সিদ্ধান্ত নেই।’
বাস চলাচল বন্ধের বিষয়ে মালিক সমিতিকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বাস চালাবে না বন্ধ রাখবে এটা তাদের নিজেদের সিদ্ধান্ত।’