গাজীপুরে আলোচিত চাঞ্চল্যকর ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী হেদায়েত লস্কর এর হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই গাজীপুর। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- গাজীপুর জেলা টান কড্ডা গ্রামের আনোয়ার হোসেন ও দিঘির চলা গ্রামের ফারুক আহমেদ।
মামলার বিবরণী জানা যায়, গতবছর ২৫ আগষ্ট রাত ১০টার দিকে বাসন থানার টান কড্ডা এলাকায় তাকওয়া ফার্মেসীতে ঔষধের দাম নিয়ে আসামিদের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি তারিকুজ্জামান উত্তেজিত হয়ে ঔষধ ব্যবসায়ী হেদায়েত লস্করকে কিল ঘুষি মারতে থাকে। এর এক পর্যায়ে হেদায়েত মাটিতে পড়ে গেলে আশংকাজনক অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় পরের দিন ভিকটিমের স্ত্রী বাদী হয়ে তারিকুজ্জামানকে আসামি করে বাসন থানায় মামলা করেন।
মামলাটি বাসন থানা পুলিশ তদন্ত করে এজাহারনামীয় একমাত্র আসামি তারিকুজ্জামানকে অব্যহাতির আবেদন করে চূড়ান্ত রিপোর্ট দেন।
বাদী পরবর্তীতে উক্ত চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে আদালতে নারাজীর আবেদন করলে আদালত বাদীর আবেদন মঞ্জুর কএ মামলাটি অধিকতর তদন্তের জন্য সিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানান, তারিকুজ্জামানের নির্দশে ব্যক্তিগত গাড়ীর ড্রাইভার আনোয়ার হোসেন ও ফারুক আহম্মেদ ব্যবসায়ী হেদায়েত লস্করকে লাথি মেরে ড্রেনে ফেলে দেয়। পরে স্বজন খবর পেয়ে হেদায়েত লস্কর হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
এ বিষয়ে পিবিআই এর পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাকছুদের রহমান জানান, হেদায়েত লস্কর একজন ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী। অত্র মামলার বাদীর স্বামী হেদায়েত লস্কর ভারত থেকে ঔষধ এনে বিভিন্ন লোকজনের নিকট সাপ্লাই করত।
আসামি আনোয়ারকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেদায়েত লস্কর হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।