তুহিন সারোয়ার।
ডিজিটাল অফিস ব্যবস্থাপনায় অফিস ৩৬৫-র বিভিন্ন সুবিধা ও ব্যবহার নিয়ে গাজীপুরের রাজেন্দ্রপুর ইকো রিসোর্টে হয়ে গেল দুই দিনের মাইক্রোসফট বুট ক্যাম্প। বাংলাদেশে মাইক্রোসফটের পণ্য ও সেবা পরিবেশক কম্পিউটার সোর্স আয়োজিত এ কর্মশালায় ‘অফিস ৩৬৫’ ব্যবহারের কৌশল, স্কাইপ ফর বিজনেস, মেইল, কন্টাক্ট ক্যালেন্ডার যুক্ত করার পদ্ধতি নিয়েও আলোচনা হয়। কর্মশালা পরিচালনা করেন মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার টেকনোলজি অ্যাডভাইজার আবু সালেহ মুহাম্মাদ রাশেদুজ্জামান, অ্যান্টি-পাইরেসি বিভাগের ব্যবস্থাপক শারমিন চৌধুরী এবং কম্পিউটার সোর্সের মাইক্রোসফট পণ্য ব্যবস্থাপক আবু তারেক আল কাইয়ুম ও সহকারী পণ্য ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান।