গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় বসতবাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অর্ধ শতাধিক কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে নয়নপুর ডেকো গার্মেন্টসের পাশের বসতবাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকার হক মিয়ার মালিকানাধীন ভাড়া দেওয়া কয়েকটি রুমে আগুন জ্বলতে দেখে প্রথমে নিভানোর চেষ্টা করে এলাকাবাসী। মুহূর্তে আগুন আশপাশের কক্ষ গুলোতে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউ ইনস্পেক্টর বেলাল হোসেন বলেন, রাত পৌনে দশটার দিকে আগুনের খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিভানোর কাজ শুরু করে। পরে পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি বলে জানান এ কর্মকর্তা।