কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারডুবি : চার মরদেহ উদ্ধার

Slider জাতীয়


চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের নিখোঁজ ৭ জনের মধ্যে চার জনের মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল থেকে কর্ণফুলী নদীর বিভিন্ন অংশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত সকলের পরিচয় শনাক্ত করেছে তাদের স্বজনরা।

উদ্ধার করা মরদেহগুলো হলো- ট্রলারের ক্যাপ্টেন ফারুখ বিন আবদুল্লাহ, চিফ অফিসার সাইফুল ইসলাম, রহমত ও জহির।

মরদেহগুলো নগরীর সদরঘাটে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা।

সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, গেল মঙ্গলবার রাতে মেরামতের জন্য এফবি মাগফেরাত নামের ওই ট্রলারটি সী রিসোর্স ডকইয়ার্ডে যায়। ইয়ার্ডে উঠার সময় ট্রলারের পিছনের পাখা ভেঙে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তা পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা ২১ জনের মধ্যে ১৪ জন লাফ দিয়ে সাঁতরে তীরে উঠে যেতে পারলেও নিখোঁজ থাকে ৭ জন। এর মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ তিনজন। তাদের উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *