বিক্ষোভ-স্লোগানে উত্তাল নয়াপল্টন

Slider রাজনীতি


মুন্সীগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের হত্যার প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শাওনের লাশ নয়াপল্টনের দিকে আসছে সংবাদ শোনার পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহযোদ্ধা হত্যার বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় লাশ হস্তান্তর করলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে লাশ নিয়ে রওয়ানা হন নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বুধবার মুন্সিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে যুবদলকর্মী শাওন মারাত্মকভাবে আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে আনা হলে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাওন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং দলীয় নেতাকর্মী হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের অদূরে মুক্তারপুরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়।

সংঘর্ষে গুলিতে শাওন মারাত্মকভাবে আহত হন। পরে সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢামেক হাসপাতালে আনা হলে নেয়া হয় লাইফ সাপোর্টে। শাওন মুক্তারপুর ওয়ার্ড যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *