রাজধানীসহ সারাদেশে ফের মাঝারী আকারের ভূমিকম্প হয়েছে। আজ বিকাল ৫টা ৩৪মিনিটে রিখটার স্কেলে ৫দশমিক ৬মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের দেয়ার তথ্য অনুসারে, এ ভূমিকম্পের উৎপত্তি নেপালে, যা আগারগাঁও থেকে ৫৭১ কিলোমিটার দূরে। ভূমিকম্পে দেশের কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত ২৫শে এপ্রিল নেপালে ৭দশমিক ৮মাত্রার ভূমিকম্প হয়। এতে প্রায় ৮হাজারের বেশি প্রাণহানি ঘটে। এরপর গত মঙ্গলবার দ্বিতীয়বারের মত নেপালে ৭দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। ওইদিন প্রায় ৭০জন লোক মারা যায়।