রাজধানী ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৫ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
তিনি জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১২৪ মিলিমিটার। সারাদেশে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের তথ্য এখনও আমাদের কাছে আসেনি। আর ঢাকায় বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১ মিলিমিটার ও ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে আফরোজা সুলতানা বলেন, ঢাকায় আর সেভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টি কমে যাবে এবং আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে থাকবে।
তাপমাত্রা বাড়ার প্রবণতা আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর ১০ সেপ্টেম্বর থেকে তাপমাত্রা কমার পাশাপাশি বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানান তিনি।