এশিয়া কাপের চলতি আসরের প্রথম অর্ধশতক আসলো বিরাট কোহলির ব্যাটে। শুধু তাই নয়, লম্বা সময় ধরে অফ-ফর্মে থাকা বিরাট ইঙ্গিত দিলেন ফর্মে ফেরারও। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুর দিকে হংকংয়ের বোলারদের কাছে চাপে থাকলেও শেষ পর্যন্ত ১৯২ রানের বড় সংগ্রহ পেয়েছে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।
আজকের ম্যাচটা জিতলে ‘এ’ গ্রুপ থেকে ভারত পৌঁছে যাবে সুপার ফোরে। বাছাই পর্ব পেরিয়ে আসা হংকং-এর বোলাররা শুরুতে দুর্দান্ত থাকলেও নিমেষেই থামিয়ে দেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব।
ব্যাট করতে নেমে দুই ওপেনারের জুটি ভাঙে পঞ্চম ওভারের শেষ বলে। রোহিত শর্মাকে ৩৬ (৩৯) রানে ফেরান মোহাম্মদ গাজামফার। এরপর দলীয় ৯৬ রানের মাথায় আয়ুশ শুকলার বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ২১ রান করা লোকেশ রাহুল।
এরপর রীতিমত তাণ্ডব চালান সূর্যকুমার যাদব ও বিরাট কোহলি। ৪০ বলে পঞ্চাশ রান পূর্ণ করা কোহলিকে একপাশে রেখে ২২ বলে পঞ্চাশ পূর্ণ করেন যাদব।
হারুণ আর্শাদের করা ইনিংসের শেষ ওভারে যাদব ছক্কা মারেন ৪টি।। শেষ পর্যন্ত বিরাট ৫৯ (৪৪) ও যাদব ৬৮ (২৬) রানে অপরাজিত থেকে ছাড়েন মাঠ।