হাতিয়ায় ৭ লাখ চিংড়ি পোনা জব্দ

Slider গ্রাম বাংলা জাতীয়

chingri_934069232

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভ্রাম্যমাণ আদালত, উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে সাত লাখ চিংড়ি পোনা জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (১২ মে) সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত উপজেলার ধানচর ও মৌলভীচর এলাকার মেঘনা নদীর হাতিয়া চ্যানেলে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র বাংলানিউজকে জানায়, দীর্ঘদিন ধরে জেলেরা উপজেলার ডালচর এলাকার মেঘনা নদী থেকে গলদা চিংড়ির পোনা ধরে ট্যাংকির ঘাট দিয়ে লক্ষ্মীপুরের রামগতিসহ বিভিন্ন স্থানে পাচার করে আসছেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে ধানচর ও মৌলভীচরের মাঝামাঝি মেঘনা নদীর হাতিয়া চ্যানেলে যাত্রীবাহী একটি ট্রলারে অভিযান চালানো হয়। এসময় ওই ট্রলারে থাকা সাতটি ড্রাম থেকে সাত লাখ চিংড়ি পোনা জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত মো. মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত চিংড়ি পোনাগুলো হাতিয়া চ্যানেলের মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *