একটি দিন———- রাফেজা ইমরোজ

Slider সাহিত্য ও সাংস্কৃতি

একটি দিন
রাফেজা ইমরোজ

একটি দিন শেষ হয়
মনের একটি অংশ
ক্ষয় হয়,,,,,,
একটি দিন শেষ হয়
অগনিত দীর্ঘনিশ্বাস
অতীত হয়,,,,,

একটি দিন শেষ হয়
জীবন ক্লান্ত মেনে নিতে
অন্যায় পরাজয়,
একটি দিন শেষ হয়
দূঃসহ মুহূর্ত গুলিকে
দাঁড় করাই
বিবেকের কাঠগড়ায়,,,,,

একটি দিন শেষ হয়
খেলা ঘর ভেঙে
চুরমার হয়,
একটি দিন
বড্ড অসহায়
বিশ্বাস পালিয়ে
অবিশ্বাসের বুকে নিল
যবে আশ্রয়,,,,,,

জীবনের
একটি একটি দিন
একটি একটি মুহূর্ত
পৃথিবী
তোমার আশ্রয়ে থাকা
মানুষের জন্য
কত না গুরুত্ববহ,,,,,,,

কিছু মানুষের অগনিত দিন
উপহার পাওয়া
বিষাদ যাতনার ভার বয়ে বয়ে
চলে গেল, চলে যাচ্ছে
গুরুত্বহীন,,,
একটি একটি দিন শেষ হয়
বিবেক করিছে দংশন
একবারই জীবন,
একবারই মরন
সব অর্জন
হয় যখন মুল্যহীন,,,,

একটি একটি
সৃষ্টিশীল দিনের
অসামাপ্ত অধ্যায়
হল সমাপ্ত,
ছুঁয়ে ভুল পথের সিমানা,
একটি একটি
রুপময় কাব্যকথার
হল মৃত্যু,
হারিয়ে পথের ঠিকানা।

একটি একটি দিন শেষ হয়
দেহের একটি একটি অংশ
ক্ষয় হয়,
ভেবে ভেবে
স্বপ্ন ভাঙার ব্যর্থততার ভার
শূধূ কেন
একা এক জনার ??????

একটি একটি দিন
শেষ হয়
প্রশ্নের পর প্রশ্নের
গড়ে বিশাল
অট্টালিকা
নিরব, নিথর
উওরের আশায়……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *