সহকারী জজ প্রিলিমিনারিতে উত্তীর্ণ ৭৫০ জন

Radio বাংলার আদালত

সহকারী জজ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৫০ জন। বৃহস্পতিবার (৪ আগস্ট) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

এবার তাদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি দৈনিক পত্রিকায় ৩১ জুলাই ও কমিশনের ওয়েবসাইটে ৩০ জুলাই প্রকাশ হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক পরীক্ষার ফলাফলে কোনো ত্রুটি পেলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এবার ১৫তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন আট হাজার ৫৫৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৭৫০ জন উত্তীর্ণ হন। এবার তাদের লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর ভাইবায় উত্তীর্ণ হওয়ার পর সহকারী জজ হিসেবে নিয়োজিত হবেন তারা।

রাজধানী ঢাকার উইলর লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, (কাকরাইল) সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে এই পরীক্ষা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *