শেষ আকুতি
—-‐—————-কোহিনূর আক্তার
পথটা সরু তবুও গভীর অনুভূতি
মনটাকে স্পর্শ করলো
খালি পায়ে ঐ দীর্ঘ পথে ছোট প্রদীপের
আলোতে ঝি ঝি পোকার ডাক বলে দিলো,
অনেকটা পথ এসেছো চারিদিকে নিঃশব্দের
গভীরতায় তুমি একা পথিক,
দু পাশে ঝোপ একটু আলো ছায়াতে দাড়িয়ে
বলতে ইচ্ছে করে ওহে অরন্য,
তমাল ফুলের মালা আমায় দিবে ?
বিস্বাদ চুম্বনে আকর্ষীক ওষ্ঠদ্বয়ে স্পর্শ নিবে ?
দীর্ঘ পথের পথিক আমি মন পোড়া জনে
প্রেমো তারা উঠেছিল প্রাণের স্বজনে।
দু হাত ধরো আমার, ধরো মনের প্রণয়নে
হেঁটেছি সুরু পথ আশার অনুসরণে স্বপ্ন জ্যোতি মনে।
খোলা আকাশ ,খোলা মাঠে
অনাবৃত মনে জড়িয়ে রেখেছি ভালো থাকার
লাল নীল অনুভূতি ।
আর কতো সময় হাঁটলে পাবো ইচ্ছে অনুভূতির
শেষ আকুতি।
৩১/৭/২২