মারা গেলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র

Slider বিনোদন ও মিডিয়া


মারা গেছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র (৮১)। হৃদরোগ আক্রান্ত হয়ে শনিবার (৩০ জুলাই) রাত ১২টার দিকে দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বেশ কয়েক মাস ধরেই বার্ধ্যকজনিত অসুস্থতায় ভুগছিলেন এ শিল্পী।

রাতে তার মরদেহ সার্দান অ্যাভিনিউতে একটি নার্সিং হোমে রাখা থাকবে। রোববার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে মরদেহ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

শিল্পীর চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানান, দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ৫ বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। তিনবার হৃদরোগে আক্রান্তও হয়েছিলেন। কিন্তু আর তিনি হাসপাতালে যেতে চাইছিলেন না। শনিবার রাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়। এর পর তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *