বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের সব ব্যাংককে ২০২২-২৩ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা মোতাবেক নতুন করে কোনো প্রকার যানবাহন কিনতে পারবে না ব্যাংকগুলো।
বুধবার (২৭ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।
এতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকার ২০২২-২৩ অর্থবছরের কতিপয় খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রেক্ষিতে ব্যাংকগুলো ২০২২ সালের অবশিষ্ট ৬ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এবং ২০২৩ সালের প্রথম ৬ মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কতিপয় খাতের পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা হ্রাস করার জন্য কিছু বিষয় যথাযথভাবে পালনের নির্দেশনা দিয়েছে।
যার মধ্যে অন্যতম হচ্ছে, কোনো ব্যাংক নতুন বা প্রতিস্থাপক হিসেবে সব প্রকার যাহবাহন ক্রয় করতে পারবে না।
এছাড়া শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্যায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জমাদি, আসবাবপত্র ও অন্যান্য মনিহারি খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে।
এমনকি এসব সাশ্রয় করা অর্থ অন্য কোনো খাতে বরাদ্দ বা ব্যয় না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এ নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।