মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত

খুলনা


শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে রবিবার দুপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শ্রীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে ছিল উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা ও শ্রেষ্ট মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ।
দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুর কুমার নদের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার পরপরই অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি । র‌্যালিটি উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয় ।

আলোচনাসভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা,ভাইস চেয়ার কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল । এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোঃ লিয়াকত আলী । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, মৎস্যজীবি,মৎস্য চাষীসহ আরোও অনেকে ।
আলোচনাসভা শেষে শ্রেষ্ট মৎস্য চাষীদের মাঝে পুরস্কারস্বরুপ ক্রেস্ট প্রদান করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *