কুষ্টিয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

Slider জাতীয়

73463_kustia

 কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নয়মাইল এলাকায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। এ ঘটনায় নারী শিশুসহ আহত হয়েছেন ৩০ জন।  আজ ভোর রাত ৩টাই এ দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, রাতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে (ঢাকা চ-৩৬৯৮) করে সবাই ফরিদপুর জেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ভোর রাত তিনটার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারার শেষ সীমানা নয়মাইল নামক স্থানে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী খাদে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই চারজন নিহয় হয়। আহত হয় বাসের ৩০ জন যাত্রী। নিহতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জাকের পার্টির সভাপতি আলম মন্ডল (৫৫), তার বাড়ী আক্কেলপুর থানার কেশরপুর গ্রামে। ও একই গ্রামের জাহিদুল ইসলাম (৪০), আক্কেলপুরের নূরে আলম সিদ্দিক (৫৫) ও বাসের চালক পারভেজ (৩৪)।  এছাড়াও আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আব্দুর রশিদ, নাছিমা, আবু বক্কর, ছানোয়ার, বেনু, কালাম, হামিদ, হেলাল, পারুল, শহিদুল, জাভেদ, আছমা, জোসনা, আব্দুল মজিদ, আব্দুস ছাত্তার ও আব্দুল হামিদসহ আহত অন্তত ৩০ জন যাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবারই বাড়ী জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায়। এদিকে সকাল সাড়ে ৬টার সময়ও ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *