চেয়ারম্যানকে এমপির কিল-ঘুষি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Slider চট্টগ্রাম


দেবিদ্বার ( কুমিল্লা): কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিল-ঘুষি মারার প্রতিবাদে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ-সমাবেশ করেছেন চেয়ারম্যানের সমর্থকরা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন তারা।

আজ সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় এই বিক্ষোভ হয়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।

বিক্ষোভের নেতৃত্ব দেওয়া দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন ভূঁইয়া বলেন, আমরা সেদিনের ঘটনার তীব্র নিন্দা জানাই। একজন এমপি কীভাবে একজন উপজেলা চেয়ারম্যানের ওপর হাত তুলতে পারেন। আমরা সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিচার দাবি করছি।

বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বরকামতা ইউপি চেয়ারম্যার মো. নুরুল ইসলাম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, রাজামেহার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সরকার, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলী আশরাফ, বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম।

কুমিল্লার দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল জানান, বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিলে তাদেরকে সরে যেতে বলা হয়। তারা সরে গেলে বেলা সাড়ে ১১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *