প্রিয়জনদের সঙ্গে ঈদ উৎসব উদ্যাপন শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ও পদ্মা সেতুতে তুলনামূলক ভিড় কম থাকলেও উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফিরতি যাত্রায় মহাসড়কে বাড়ছে যাত্রীদের চাপ। তবে নেই যানজট।
ঈদের ছুটি শেষে তৃতীয় কর্মদিবসে বৃহস্পতিবার (১৪ জুলাই) পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চাপ ছিল কয়েকদিনের তুলনায় কম।
এ নৌরুটে ছোট-বড় ২১টি ফেরি এবং ৩৩টি লঞ্চ চলাচল করছে। এদিকে, পদ্মা সেতু পাড়ি দিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না টোল প্লাজায়। দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে আসা ব্যক্তিগত গাড়ি ও পরিবহনগুলো নির্বিঘ্নে সেতু পার হচ্ছে।
তবে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায়। প্রতিটি কাউন্টারে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।
প্রতিটি বাসে নির্ধারিত আসনের চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে গাদাগাদি করে রওনা হতে দেখা যায়। তবে, কোথাও কোনো যানজট না থাকায় স্বস্তি নিয়েই ঢাকায় ফিরছেন উত্তরবঙ্গের যাত্রীরা।