যশোর জেলা যুবদল সহসভাপতি নিজ বাড়ির সামনে সন্ত্রাসী হামলায় নিহত

Slider খুলনা

যশোর: যশোরে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়ায় নিজের বাড়ির সামনে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে বদিউজ্জামান ধনী নিজের বাড়ির সামনে শামীম এন্টারপ্রাইজ নামে একটি গ্যাসের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় চারজন সন্ত্রাসী পায়ে হেঁটে এসে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হেঁটেই চলে যায়।

স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তার শরীরে রক্ত দেয়ার কথা বলেন। নেতাকর্মীরা তাকে রক্ত দেন। তার শরীরে রক্ত দেয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মনিরুজ্জামান লর্ড বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে বদিউজ্জামান ধনীর মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম সন্ত্রাসী হামলায় বদিউজ্জামান ধনীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানান তিনি।

খবর পেয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *