ঈদের দিনেও সরকারের সমালোচনায় ব্যস্ত বিএনপি। দলের প্রতিষ্ঠতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে বিদ্যুৎ বিপর্যয়ের পেছনে সরকারের কুইক রেন্টালই দায়ী। এদিকে এক ভিডিও বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঈদে সবাইকে পরস্পরের প্রতি সহমর্মী হওয়ার আহবান জানান।
ঈদুল আজহার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সিনিয়র নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মহাসিচব বলেন, ইনডেমনিটি দিয়ে বিদ্যুৎ খাতে দুর্নীতির রাষ্ট্রীয় সুযোগ করে দিয়েছে সরকার, যাতে অনিয়মের বিরুদ্ধে কেউ যেন কোনো ব্যবস্থা না নেয়। বন্যা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিকে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বন্যার্ত মানুষকে সহযোগিতার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতন থাকার আহবান জানান তিনি।
এসময় পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলারও আহবান জানান ওবায়দুল কাদের। বলেন, ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়। প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদারহস্ত হওয়ার দীক্ষা দেয়; তাই সবাই মিলে আসুন ঈদ আনন্দ ভাগাভাগি করি।