শের-ই-বাংলার মৃত্যু বার্ষিকী পালনে সাতুরিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি

Slider বরিশাল

3

ঝালকাঠি প্রতিনিধি॥ অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৫৩তম মৃত্যুবার্ষিকী আগামী ২৭ এপ্রিল। এ উপলক্ষে ২৭ এপ্রিল শের-ই-বাংলার জন্মস্থান ঝালকাঠির সাতুরিয়া গ্রামে এবার ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করেছে শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউট। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম গত বছর সাতুরিয়া গ্রামে শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউট প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইনষ্টিটিউটের নিজস্ব জমিতে দ্বিতল ভবনও রয়েছে।

শের-ই-বাংলার মৃত্যু বাষির্কী উপলক্ষে নেয়া কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ২৭ এপ্রিল সকালে কোরআন খানি এবং বিকেল ৩ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক সরদার মো: শাহ আলম, প্রধান বক্তা (ভিডিও কনফারেন্স) থাকবেন শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউট’র প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম এবং সভাপতিত্ব করবেন শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউট’র সভাপতি কে এম আবদুল করিম। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক দায়িত্বে থাকবেন সাতুরিয়া ইউনিয়নের সমাজসেবক ও রাজনীতিবিদ মো: আ: সোবাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, কাউখালি উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, রাজাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মিলন মাহামুদ বাচ্চু, রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কাউখালি উপজেলা ভাইস চেয়ারম্যান কামারুজ্জামান মিঠু, গালুয়া ইউপি চেয়ারম্যান মুজিবুল হক কামাল, সমাজ সেবক মজিবর রহমান ওবায়েদ মিয়া, সমাজসেবক সৈয়দ আবুল বাশার, সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মো: ছিদ্দিকুর রহমান, কাউখালি সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান মো: দেলোয়ার সিকদার, বরিশাল সিটির সাবেক কাউন্সিলর সৈয়দ রাজ্জাকুল হায়দার মানু , ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর মো: রূস্তম আলী চাষী, এ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ, এ্যাডভোকেট সনজিব কুমার বিশ্বাস, স্থানীয় সমাজসেবক মো: হুমায়ুন কবির, মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নিরব মল্লিক ও নির্বাহি পরিচালক রিয়াজুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে কয়েক হাজার লোকের সমাবেশ ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *