আন্তর্জাতিক গণমাধ্যমে যেমন ছিল পদ্মা সেতুর উদ্বোধন

Slider সারাবিশ্ব


বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্য হয়ে ধরা দিলো। আজ শনিবার উদ্বোধন করা হলো বহুল আকাঙ্ক্ষিত পদ্মা বহুমুখী সেতুর। দুপুর পৌনে ১২টায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে দেশের গণমাধ্যমগুলো অনেকদিন ধরেই সংবাদ প্রকাশ করেছে। বিশেষ দিনটিতে আলাদা ক্রোড়পত্র প্রকাশ করেছে অনেকগুলো জাতীয় দৈনিক। এবার আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে পদ্মা সেতু উদ্বোধনের খবর।

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটির শিরোনাম ছিল ‘পদ্মা নদীর ওপর বাংলাদেশের দীর্ঘতম সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েট প্রেসের (এপি) শিরোনাম ছিল ‘বাংলাদেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন’।

‘বাংলাদেশের দীর্ঘতম রেল-সড়ক সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘নানা ঘটন-অঘটনের পর রাজধানী ঢাকার কাছে একটি গুরুত্বপূর্ণ সেতু উদ্বোধন করেছে বাংলাদেশ’।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই লিখেছে, ‘বাংলাদেশের ১৭ কোটি মানুষের স্বপ্ন সত্য হলো : পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’।

এছাড়াও ইন্ডিয়া টুডে, দ্য ইকোনমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, গালফ নিউজ, খালিজ টাইমস, মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধনের খবর প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *