ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সরাসরি সম্প্রচার করা হবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। এই উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে সরাসরি সম্প্রচার করা হবে।
শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সরাসরি সম্প্রচার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানানো হচ্ছে।