নৈসর্গিক প্রেম————- মেঘলা জান্নাত

সাহিত্য ও সাংস্কৃতি


নৈসর্গিক প্রেম
— মেঘলা জান্নাত
নৈপুণ্য পূর্ণ আহলাদী অনুভূতিগুলো,
ভালো মানুষের মতো হৃদয় আলমারিতে
ভাঁজ করে রাখছি দিনরাত্রির তিথিতে!
সম্পর্কের সূত্র ধরে সমাজ বিনির্মানে,
অন্তর্ভুক্ত অন্তরায় জমানো প্রেমরা অপেক্ষমান!
সে আসবেই, তাকে আসতেই হবে….
আমার কাছে, আমার হয়ে।।
আবেগের প্রশ্রয়ে তরঙ্গ ব্যঞ্জনা বিসর্জনে,
প্রস্তুতি নিতে নিতে ক্লান্ত পরিশ্রান্ত।
অমৃত অসুখের বিরুদ্ধে ঔষধের প্রয়োজন ফিকে! নৈসর্গিক সৌন্দর্যের অনন্য মিতালীর দৃশ্যে,
সে আমার পার্শ্বনায়ক হয়ে রয়েই যাবে শীর্ষে।
তাকে যে আনতেই হবে, আনবোই…
আমার কাছে, আমার হয়ে।
অধিকারের দাবিতে, প্রণয়ের চাবিতে,
বস্তবিক কঠিন তালা খুলে, নিজ অবস্থান ভুলে,
বৈষম্যের ব্যতিব্যস্ততা তুলে, সকল মিল অমিলে।
সাম্যতার পাঠ্য পুস্তকে তাঁর অবস্থানের প্রেক্ষিতে,
টানাপোড়েন ভাবনাতে, রাস্তার জ্যামেতে,
সে সব বুঝবেই, তাকে যে বুঝতেই হবে…
আমাকে আমার মতো করে, আমার হয়ে।
অভিসারের খবর যখন পত্রিকার পৃষ্ঠায়,
সম্পর্কের সূত্র ধরে চতুর্দিকের আপত্তিকর বিভ্রাট আর
আগুনজলে ডুব সাঁতার, বিবেক দ্বন্দ্বের আপন নীড়ে
অথবা নেগেটিভ পজেটিভ তারে সজ্জিত বাসর ঘরে,
সব কিছু ছাপিয়ে সে আমায় বাসবে ভালো!
তাকে যে ভালোবাসতেই হবে, ভালবাসতেই থাকবে…
আমাকে, আমার হয়ে।।
( নেত্রকোনা, ২৩- জুন, বুধবার, ২০২২ )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *