ঋণের কিস্তি দেওয়ার জন্য বেশ কিছু স্বর্ণালঙ্কার নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন এক নারী; কিন্তু ঘটনাক্রমে অলঙ্কারের সেই ব্যাগ হারিয়ে ফেলেন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে যান পুলিশের কাছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তও করে ফেলে। সেই চোর কোনো মানুষ নয়, ছিল কয়েকটি ইঁদুর! তাদের বাসা থেকেই উদ্ধার করা হয় প্রায় ছয় লাখ টাকার স্বর্ণালঙ্কার।
সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ের গোকুলধাম কলোনিতে। কিছুদিন আগে মেয়েকে বিয়ে দিতে বেশ কিছু টাকা ঋণ নিয়েছিলেন সুন্দরী প্লানিবেল নামে ৪৫ বছর বয়সী এক নারী। ব্যাংকে স্বর্ণালঙ্কার বন্ধক রেখে সেই ঋণের কিস্তি পরিশোধের পরিকল্পনা ছিল তার। এ জন্য কাগজে পেঁচিয়ে ব্যাগের ভেতর অলঙ্কারগুলো নিয়ে রওয়ানা হন তিনি।
পথিমধ্যে কিছু পথশিশুকে দেখে ওই একই ব্যাগ থেকে খাবার বের করে দেন প্লানিবেল; কিন্তু ব্যাংকে পৌঁছেই বুঝতে পারেন, মস্ত বড় ভুল হয়ে গেছে। খাবারের সঙ্গে স্বর্ণালঙ্কারের প্যাকেটও তুলে দিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফিরে সেই শিশুদের খুঁজতে থাকেন ভুক্তভোগী নারী; কিন্তু কাউকে পাননি। এ কারণে পুলিশের কাছে অভিযোগ জানান তিনি।
পরে সেই পথশিশুদের খুঁজে বের করা হয়; কিন্তু তারা জানায়, খাবারটা বেশি শুকনো হওয়ায় ব্যাগসহ ফেলে দিয়েছিল। পরে পুলিশ সেদিনের সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করে দেখে, কয়েকটি ইঁদুর আবর্জনার স্তূপ থেকে ব্যাগটি টানতে টানতে নর্দমার ভেতর নিয়ে যাচ্ছে।