বগুড়া: গত কয়েক ধরে দিন বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে বগুড়ার সারিয়াকান্দির নিকট যমুনা ও বাঙ্গালী নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে । পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়,গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ১৮ জুন, শনিবার বিকালে (প্রায় ৪টায়) বিপদ সীমার ১৯ সে: মি: উপর দিয়ে ও বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১১ সে: মি: নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।
যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে উপজেলার চালুয়াবাড়ী, কাজলা , বোহাইল ,হাটশেরপুর ,চন্দনবাইশা, সারিয়াকান্দি সদর ও কর্ণিবাড়ী ইউনিয়নের চরাঞ্চলের পাট , আউশ , বীজ , বাদাম ফসল বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে ।
অপর দিকে, বাঙ্গালী নদীতে পানি বৃািদ্ধর ফলে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের ভেড়ামাড়া, নিজ বরুরবাড়ী, নারচী ইউনিয়নের গোদাগাড়ী , সারিয়াকান্দি সদর ইউনিয়নের পাইকপাড়া, গোসাইবাড়ী , ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর ,ডেমান্দি ও কুতুবপুর ইউনিয়নের মাছিরপাড়া এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে । নদী ভাঙ্গনে ফসলি জমি সহ সদর ইউনিয়নের পাইকপাড়া- গোসাইবাড়ী সড়ক এবং হাটশেরপুর ইউনিয়নের নিজ বরুরবাড়ী গ্রামীন সড়ক নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ।
উপজেলা কুষি অফিসার আব্দুল হালিম বলেন , ইতিমধ্যে ৫০০ হেক্টর জমির পাট ও ১৫০ হেক্টর জমির আউশ ফসল বন্যার পানিতে আক্রান্ত হয়েছে । পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ফসলের আরো ক্ষতি হবে ।