পঞ্চগড়-সান্তাহার( বগুড়া)রুটে চালু হলো দোলনচাঁপা এক্সপ্রেস

রংপুর


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় ও বগুড়ার সান্তাহার রুটে ১১জুন, শনিবার থেকে চালু হয়েছে আন্তনগর ট্রেন ‘দোলনচাঁপা এক্সপ্রেস’। এ দিন বেলা ১১টার দিকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে এর উদ্বোধন হয়।

সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস ১৯৮৬ সালের ১৬ই মার্চ উদ্বোধন করা হলেও পঞ্চগড়ের সাথে এর কোনো যোগাযোগ ছিল না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া এই দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি চালু হতে যাচ্ছে। এতে এখন থেকে রংপুরের সহজে যেতে পারবে এ জেলার মানুষ।

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে প্রতিদিন সকাল ছয়টায় সান্তাহারের উদ্দেশে ছেড়ে যাবে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলার মোট ১৭টি স্টেশন ঘুরে সান্তাহার পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে। অপর দিকে সান্তাহার থেকে আরেকটি ট্রেন প্রতিদিন বেলা ১১টায় পঞ্চগড়ের উদ্দেশে ছাড়বে। পঞ্চগড়ে পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *