গ্রাম বাংলা ডেস্ক: প্রধান বিচারপতি আর এম লোধা ভারতের সাবেক সলিসিটর জেনারেল গোপাল সুব্রাম্যানিয়ামকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করায় দেশটির প্রধান বিচারপতি আর এম লোধা নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন।
গোপাল সুব্রাম্যানিয়াম বিতর্কে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ভারতের প্রধান বিচারপতি বলেন, ‘আমাকে না জানিয়ে এবং আমার সম্মতি না নিয়ে নির্বাহী বিভাগ একতরফাভাবে গোপাল সুব্রাম্যানিয়ামের নামটি বাদ দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘স্বাধীন বিচার বিভাগ কখনো আপস করে না।’
গোপাল সুব্রাম্যানিয়াম তার সমর্থনে এগিয়ে না আসার জন্য প্রধান বিচারপতিকে অভিযুক্ত করে যে চিঠি লিখেছেন, সেজন্যও তিনি (প্রধান বিচারপতি) দুঃখ পেয়েছেন বলে জানান।
ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও সিবিআই প্রতিবেদনে নেতিবাচক প্রতিবেদন থাকায় গোপাল সুব্রাম্যানিয়ামকে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করা হয়নি বলে নির্বাহী বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রধান বিচারপতি বলেন, তিনি ইস্যুটি নিয়ে আলোচনার জন্য দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে সুব্রাম্যানিয়ামকে অনুরোধ করেছিলেন বলেও জানিয়েছেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।