টিপু হত্যা: মাস্টারমাইন্ড মুসাকে হস্তান্তর করল ওমান

Slider সারাবিশ্ব


রাজধানীর শাহজানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যায় নেতৃত্ব দেয়া অন্যতম মাস্টারমাইন্ড সুমন শিকদার ওরফে মুসাকে বাংলাদেশ ‌পুলিশের কাছে হস্তান্তর করেছে রয়েল ওমান পুলিশ। বৃহস্পতিবার (৯ জুন) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আনা হচ্ছে মুসাকে।

সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণ করার কথা রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের তিন সদস্যের এসকর্ট টিম ওমান থেকে থেকে মুসাকে নিয়ে রওয়ানা হয়েছে।

মুসাকে ওমানে আটক করার পর দুদেশের কূটনৈতিক সমঝোতায় তাকে ফিরিয়ে আনতে ওই দেশে যান পুলিশের এসকর্ট টিম। মুসা প্রথমে দুবাই পালিয়ে যান, সেখান থেকে যান ওমানে।

ইন্টারপোলের দেয়া তথ্যে গত ১৭ মে মুসাকে গ্রেফতার করে ওমান পুলিশ। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়, ডিবি ও এনসিবির তৎপরতায় মুসাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালক মুন্নাও গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় পরদিন টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *