আর্জেন্টিনার পর এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য মাঠে নামছে লাতিন আমেরিকার আরেক পাওয়ারহাউজ ব্রাজিল। নেইমারদের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান।
টোকিওর নিউ জাপান ন্যাশনাল স্টেডিয়াম বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ২০ মিনিটে মাঠে গড়াবে জাপান এবং ব্রাজিলের এই ম্যাচটি।
আগের ম্যাচে এশিয়ান আরেক পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল সেলেসাওরা। নেইমারের জোড়া গোলে ওই ম্যাচে কোরিয়াকে ৫-১ ব্যবধানে হারিয়েছিলব্রাজিল। এবার আরেকটি এশিয়ান দেশের প্রতিপক্ষ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার ফল কী হবে?
আপাতত র্যাংকিং কিংবা শক্তির বিবেচনায় ব্রাজিলই এগিয়ে এবং এই ম্যাচে তারাই ফেবারিট। তবে, ফুটবলে অনেক সময় অঘটনও ঘটতে পারে। যেমনটা ঘটছে এবার উয়েফা নেশন্স লিগে। ফ্রান্স, ক্রোয়েশিয়াসহ বেশ কয়েকটি বড় বড় দল হেরে গেছে ছোট দলের কাছে।
যদিও ব্রাজিলের ম্যাচটি প্রীতি ম্যাচ। কোচ তিতের সামনে সুযোগ, তার পুরো দলকে যাছাই-বাছাই করার। কোরিয়ার বিপক্ষে যেমন ৭-৮ টি পরিবর্তন ঘটিয়ে পুরো দলকে মাঠে নামিয়েছিলেন তিনি। জাপানের বিপক্ষেও নিজেদের শক্তিকে ঝালাই করে নেয়ার সুযোগ পাবেন তিতে। ব্রাজিল কোচের দল নিয়ে পরীক্ষা-নীরিক্ষার মাঝে জাপানের কী অবস্থা হয়, সেটাই দেখার বিষয়।
তবে জাপানও ছেড়ে কথা বলবে না হয়তো। এশিয়া থেকে অন্যতম দেশ হিসেবে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারাও। গত সপ্তাহেই আরেক লাতিন দেশ প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে জাপানিরা।
জাপানের বিপক্ষে সর্বমোট ১২টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে ১০টিতেই জিতেছে তারা। ২টি হয়েছে ড্র। অথ্যাৎ, ব্রাজিলকে কখনোই হারাতে পারেনি তারা। ঘরের মাঠে এবার প্রথমবারের মত ব্রাজিলকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করার অপেক্ষায় সুর্যোদয়ের দেশটি।