শ্রীপুর(গাজীপুর): রাজনৈতিক মামলায় শ্রীপুর উপজেলার নিজ নিজ বাসা থেকে ৭ বিএনপি নেতাকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গতকোল রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শ্রীপুর পৌর বিএনপি’র সহ সভাপতি সাইফুল হক মোল্লা, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিজান মন্ডল, বর্মীর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাকিল আহমেদ কাজল, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান রনি সহ ৭জন।
এদিকে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ও গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লাহ পৃথক বিবৃতিতে এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশত’ মুক্তি দাবি করেন।