গাজীপুর: গাজীপুরে জেলা মহানগর ও সকল উপজেলায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
বৃহসপতিবার(২৬ মার্চ) প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর শহীদ মিনারে মানুষের ঢল নামে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা
আইনজীবী সমিতি,আওয়ামীলীগ,বিএনপি, জাতীয় পার্টি, প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সংস্থা নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেন।
এদিকে গাজীপুর জেলা প্রাশাসনের আয়োজনে রাজবাড়ি মাঠে বসেছে স্বাধীনতা দিবসের মেলা। এ ছাড়া জেলার সকল উপজেলা ও গুরুত্বপূর্ন শহরে অনুরপ কর্মসূচি পালিত হচ্ছে।