গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনে উত্তর সালনা এলাকায় গজারি বন থেকে আরিফ (৩১) নামে হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত আরিফ ঢাকার বনানীর কড়াইল এলাকার আসলাম সরদারের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, উত্তর সালনা এলাকায় গজারি বনের ভেতর হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় আরিফের মরদেহ দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং তার পরিচয় শনাক্ত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।