রাজধানীর কামরাঙ্গীরচরে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, কামরাঙ্গীরচরের কয়লার ঘাট এলাকার একটি পলিথিন কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
তিনি বলেন, প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আগুন নিভে গেছে। তবে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।