‘দেশে গণতন্ত্রের কবর হয়েছে’

Slider টপ নিউজ

67737_ersad

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের কবর হয়েছে। দেশে এখন জ্বালাও পোড়াও রাজনীতি চলছে। মরছে সাধারণ মানুষ। সর্বত্রই বাড়ছে অস্থিতিশীলতা, কোথাও শান্তি নেই। শনিবার রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, গণতন্ত্রের জন্য ক্ষমতা ছেড়েছি। কিন্তু তারপরও দেশে এখন পর্যন্ত প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। যে সরকার ক্ষমতায় গিয়েছে তারা গণতন্ত্রের কথা মুখে বললেও কাজে গণতন্ত্র দেখায়নি। তিনি আরও বলেন, একমাত্র জাতীয় পার্টির ৯ বছর ক্ষমতায় থাকাকালে গণতন্ত্র ছিল। এ সময় বিরোধী দল গণতন্ত্রকে অস্বীকার করে নতুন গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আন্দোলন করেছে। জনগনের কথা ভেবে গণতন্ত্রের জন্য আমি ক্ষমতা ছেড়েছি। আজ কি দেখছি। ক্ষমতার জন্য আওয়ামী লীগ ও বিএনপি’র লড়াই। একজন আন্দোলনের নামে মানুষ মারছে, অপরজন সহিংসতা বন্ধ করতে ক্রসফায়ার করে মানুষ মারছে। এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন, মহানগর জাতীয় পার্টির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *