‘সারেন্ডার করুন, নইলে নির্দেশ পালনে বাধ্য হবে সরকার’

Slider জাতীয়

PM_bg_banglanews24_643173317

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উনার (খালেদা) বিরুদ্ধে সমন জারি হয়েছে, তিনি যেন কোর্টে গিয়ে সারেন্ডার করেন। নইলে সরকার কোর্টের নির্দেশ পালনে বাধ্য হবে।

রোববার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

খালেদার প্রতি প্রধানমন্ত্রী বলেন, উনার স্থান ওখানেই (আদালত)। সারেন্ডার করলে সেটা তার জন্যই ভালো হবে।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সংলাপের দাবি প্রসঙ্গে তিনি বলেন, উনার সঙ্গে কিসের সংলাপ। তার হাতে রক্ত, পোড়া মানুষের গন্ধ। খুনির সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।

নিখোঁজ সালাহউদ্দিন আহমেদ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সালাহউদ্দিন আন্ডার গ্রাউন্ডে থেকে বিবৃতি দিচ্ছিলেন, সবাই জানে তিনি ওখান (গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়) থেকেই বিবৃতি দিয়েছেন।

‘আমরা সালাহউদ্দিনকে খুঁজছি। পুলিশ তাকে পেলেই গ্রেফতার করবে,’—যোগ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্বে করেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেসবাহ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *