জাতীয় ঐক্যের নয়, নতুন নির্বাচনের জন্য সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার চায় শ্রীলঙ্কার বিরোধীদলগুলো

সারাবিশ্ব


শ্রীলঙ্কার পুরো মন্ত্রিসভা পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার শপথ নিয়েছেন নতুন চার মন্ত্রী। মন্ত্রীদের পাশাপাশি পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রেসিডেন্টের তরফে সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে ক্যাবিনেটের বিভিন্ন পদ গ্রহণ করতে এবং জাতীয় সংকট দূর করার কাজে সাহায্য করতে।

যদিও বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছেঃ শ্রীলঙ্কার সর্ববৃহৎ বিরোধী দল সোমবার গোটাবায়া প্রস্তাবিত (জাতীয়) ঐক্য সরকারে যোগদানের আমন্ত্রণকে “প্রতারণা” বলে প্রত্যাখ্যান করেছে। শ্রীলঙ্কার বিরোধী দল ফ্রিডম পার্টি (এসএলএফপি) নতুন মন্ত্রীদের বিষয়ে মতানৈক্যের কারণে সরকারী জোট ছাড়ার কথা ঘোষণা করেছে।

অন্যদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়ঃ ক্ষমতাসীন জোট যে ১১টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছে সেগুলোর একটির প্রধান উদয় গাম্মানপিলা নতুন মন্ত্রিসভাকে “নতুন বোতলে পুরানো মদ” বলে অভিহিত করেছেন। পিভিথুরু হেলা উরুমায়া পার্টির গাম্মানপিলা টুইটারে লিখেছেন, “আমাদের দাবি (নতুন) নির্বাচন করার লক্ষ্যে সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে প্রয়োজনীয় কাজগুলো ঠিক করা। জনগণই তাদের পরবর্তী নেতা নির্ধারণ করবে, অন্য কেউ নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *