চাঁপাইনবাবগঞ্জে শিবির কর্মীকে কুপিয়ে হত্যা

Slider ফুলজান বিবির বাংলা

41706_sdf

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জ শহরের ফুলকুড়ি ইসলামী একাডেমি এলাকায় আজ সকালে ছাত্রশিবিরের এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত শিবির কর্মীর নাম আরিফুল ইসলাম (১৭)। সে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর হঠাৎপাড়া গ্রামের রহজান আলীর ছেলে ও নবাবগঞ্জ সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মোতুর্জা জানান, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে কলেজে আসার সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফুলকুড়ি একাডেমীর পেছন দিকে শিবির কর্মী আরিফুলকে তারই সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। তিনি জানান, আরিফুলের গলায়, হাতে ও পায়ে কোপানোর চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ সকাল ১১ টার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *