ইউরোপের দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক হাজার ১১৯ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক হাজার ৭৯০ জন বেসামরিক।
রবিবার (২৭ মার্চ) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় এসব তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, ইউক্রেন যুদ্ধে নিহতদের মধ্যে ১৫ জন কিশোরী এবং ৩২ জন কিশোর রয়েছে। এছাড়া প্রাণ ৫২ জন শিশু প্রাণ হারিয়েছে, যাদের লিঙ্গ এখন পর্যন্ত জানা যায়নি।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর দিন থেকে ২৬ মার্চ মধ্যরাত পর্যন্ত ইউক্রেনে এই হতাহত ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।