চীনে বিমান বিধ্বস্তে ১৩২ আরোহীর সবাই নিহত

Slider সারাবিশ্ব


চীনের গুয়াংশিতে বিমান বিধ্বস্তের ছয় দিন পর আরোহীরা সবাই মারা গেছেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

শনিবার (২৬ মার্চ) স্থানীয় গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করে চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানায়, ওই বিমানটিতে থাকা ১৩২ আরোহীর মধ্যে ১২০ জনের পরিচয় শনাক্ত করা গেছে।

এদিকে গুয়াংশির পাহাড়ে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে কারও সন্ধানে নয়, এ অভিযান চলছে বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধারে। কারণ, প্রথম ব্ল্যাক বক্সটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি থেকে তথ্য পাওয়ার সম্ভাবনা কম।

এ বিষয়ে চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থার উপপরিচালক হু জেনজিয়াং সাংবাদিকদের জানান, গুয়াংশিতে বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে গত কয়েকদিন ধরেই ঘটনাস্থলে ২৯টি দল কাজ করছে। এ পর্যন্ত ১২০ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এর মধ্যে ১১৪ জন যাত্রী। তবে, দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধারে অভিযান চলবে।

গত ২১ মার্চ চীনের গুয়াংশির উঝোউ শহরের প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হয় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান। ১২৩ যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই ঘটনার তদন্তসহ আরোহীদের উদ্ধারে সব ধরনের তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
বিধ্বস্ত হওয়া ওই বিমানের কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে শুরু থেকেই জানিয়ে আসছিল কর্তৃপক্ষ। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *