যুক্তরাজ্যের লিডসে বাংলাদেশী খুন

Slider সারাবিশ্ব

67347_r15

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের পশ্চিম ইয়র্কশায়ারের লিডস শহরে সোহেল হোসেন (৩৩) নামের এক বাংলাদেশী খুন হয়েছেন। লিডসের বাঙালি অধ্যুষিত মার্কাম এভিনিউর হেয়ারনেস এলাকায় সোমবার রাতে গুলি করে হত্যা করা হয় সোহেলকে। এ ঘটনায় পশ্চিম ইয়র্কশায়ার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ হবার পর সোহেল প্রাণ বাঁচাতে পার্শ্ববতী একটি গ্রোসারি শপে আশ্রয় নেন। সঙ্গে সঙ্গে এ্যাম্বুলেন্স ডেকে তাকে লিডস জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের ডেপুটি চীফ ইন্সপেক্টর, স্টিফেন জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহেলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। এরপর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ এই ঘটনাকে হত্যাকা- হিসেবে তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলের পাশ্ববর্তী একটি রোড থেকে নিহতের গাড়ী উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে গাড়ীতে থাকা অবস্থায় সোহেল গুলিবিদ্ধ হন। নিহতের পিতা মান্নান হোসেন একজন ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে লিডসে শহরে বসবাস করছেন। ছেলের হত্যাকান্ডে বাকরুদ্ধ তিনি। তার ৬ সন্তানের মধ্যে সোহেল হোসেন ছিলেন তৃতীয়। বাংলাদেশে তাদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানী বাজার। এ ঘটনায় লিডস প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *