ভারতে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৫ লাখ ২০ হাজার –

Slider সারাবিশ্ব

ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাসের দাপট দেখা দিলেও ভারতে অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। সেই কারণেই আগামী ৩১ মার্চের পর থেকে কোভিড সংক্রান্ত প্রায় সব বিধিনিষেধ তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

কিন্তু সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমলেও চিন্তা কমছে না মৃত্যুহার নিয়ে। বেশ কয়েকটি রাজ্য একসাথে পুরনো রেকর্ড জমা দেয়ায় একলাফে অনেকটা বাড়ল মৃতের সংখ্যা।

শনিবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬০ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। তবে দেশে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস।
বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ৭৪১। আপাতত দেশে অ্যাকটিভ কেসের হার ০.০৪ শতাংশ। তবে করোনা এখনো কেড়ে চলেছে সাধারণ মানুষের প্রাণ।

রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ১০০ জন। তবে এর মধ্যে বেশ কয়েকটি রাজ্যের পুরনো রেকর্ডও শামিল। ফলে দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ২০ হাজার ৮৫৫ জনে।
সূত্র : সংবাদ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *