ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সময় আরেক (চতুর্থ) রুশ জেনারেল নিহত হয়েছেন। তিনি ওই কর্মকর্তার নাম বলেননি।
তবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বলেছেন, তার নাম মেজর জেনারেল ওলেগ মিতায়েভ। তাকে ডানপন্থী আজোভ ব্যাটালিয়ন হত্যা করেছে।
ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে, মারিউপোলের কাছে মঙ্গলবার জেনারেল মিতায়েভকে হত্যা করা হয়।
তিনি নিহত হওয়া চতুর্থ রুশ জেনারেল। ফলে কেউ কেউ প্রশ্ন করছেন, রাশিয়ান সামরিক বাহিনীর এত সিনিয়র সদস্যদের যুদ্ধের সামনের সারিতে পাঠানো হচ্ছে কেন?
বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনে রাশিয়ান অপারেশনের নেতৃত্ব দিচ্ছেন প্রায় ২০ জন জেনারেল। ফলে যদি চারজন জেনারেলের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়, তবে রাশিয়ার এক পঞ্চমাংশ জেনারেল যুদ্ধে নিহত হলেন।