রুশ হামলায় ইউক্রেনের এক মেয়র নিহত

Slider সারাবিশ্ব


সংঘাত কবলিত ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশ্ববর্তী হোস্তোমেল শহরের মেয়র গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ স্থানীয় সময় সোমবার এক ফেসবুক পোস্টে শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে- তিনি রুশ সেনাদের গুলিতেই নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শহর কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়র ইউরি ইলিচ প্রাইলিপকো খাবার ও ওষুধ বিতরণ করছিলেন। এ সময় অপর দুজনসহ তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাকি দুজনের পরিচয় জানানো হয়নি।

রাজধানী কিয়েভের দিকে এগিয়ে আসতে থাকা রাশিয়ার বিশাল সেনাবহরের অগ্রভাগ এখন হোস্তোমেলের পাশের শহর ইরপিনে কাছে চলে এসেছে।

গত দুই থেকে তিন দিন ধরে ইরপিন, হোস্তোমেল ও ওই অঞ্চলের আরেক শহর বুচায় রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে।

নিহত মেয়রের বিষয়ে হোস্তোমেল শহর কর্তৃপক্ষ বলেছে, তিনি হোস্তোমেলের জন্য, নিজেদের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। একজন নায়কের মতো তার মৃত্যু হয়েছে।

হোস্তোমেলের অবস্থান কিয়েভের উত্তর–পশ্চিমে। এই শহরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে। ইউক্রেনে রুশ হামলা শুরুর প্রথম দিকে বিমানঘাঁটি দখলে নেয় রুশ সেনারা। পরে কয়েক দফায় তাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *