রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার দায়ের করেছে ইউক্রেন।
রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন।
এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের সর্বোচ্চ আদালতে তারা রাশিয়ার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন।
জেলেনস্কি বলেন, গণহত্যার অজুহাত তুলে একটি দেশের সার্বভৌমত্বে আক্রমণের কারণে রাশিয়াকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতের কাছে মামলা বিবেচনায় নিয়ে অবিলম্বে রাশিয়ার আক্রমণ বন্ধ করার অনুরোধ জানান তিনি।
গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সেনারা। অভিযান শুরুর চতুর্থ দিন রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরোশেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বারদিয়ানস্ক শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর হারকিভের রাস্তায় রাস্তায় দেশটির সেনাদের সঙ্গে রুশ সেনাদের লড়াই চলছে। রোববার রুশ সেনারা শহরটিতে ঢুকে পড়ার পর দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়।